চকরিয়া টাইমস:
সরকার কর্তৃক জাতীয় সম্পদ কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য চকরিয়া উপজেলায় বিনামূল্যে ৩৬.৪ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে নির্দিষ্ট গ্রাহকের মাঝে এসব লবণ আনুষ্ঠানিকভাবে তুলে দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
সূত্রে জানা গেছে, উপজেলার ৫২টি মাদরাসা, এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উপরোল্লেখিত ওজনের লবণসমূহ বিতরণ করা হয়।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৈয়ব আলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
0 comments: