চকরিয়া টাইমস :
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় শুরু হয়েছে তিনদিনের ভূমি মেলা।
রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
এরপর চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের সভাপতিত্বে ভুমি সেবা সংক্রান্ত আলোচনা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি তিনদিনের ভুমি মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিন, চকরিয়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: আরিফ উদ্দিন, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. ইয়াছিন মিয়া, চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তহসিলদার, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, ভুমি অফিসের সার্ভেয়ার, নাজির এবং কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
0 comments: