চকরিয়া টাইমস :
সোমবার (২১ এপ্রিল) ১১তম দিবসে চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড এর কমিশনার পাড়ায় দাওয়াতী পক্ষ কার্যক্রমে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চকরিয়া পৌরসভা জামায়াতে নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম। তিনি ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্রসহ বিভিন্ন বই-পুস্তক বিতরণ করেন।
এসময় ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডাঃ জামাল হোসাইন, সেক্রেটারি তৌহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. আতিকুর রহমান, ওলামা বিভাগের প্রতিনিধি মাওলানা আজিজুল হক জিহাদী, ইউনিট সেক্রেটারি মাস্টার মুবিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: