দরিদ্র জনগোষ্ঠির ভাগ্য পরিবর্তনে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই : আব্দুল্লাহ আল ফারুক

চকরিয়া টাইমস :

চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক বলেছেন, বিগত ৫৪ বছরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। কেবলমাত্র যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু করার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির ভাগ্য পরিবর্তনে বড়ধরনের ভূমিকা রাখতে পারে।

তিনি মাতামুহুরী নদী ভাঙ্গন এই অঞ্চলের বড় সমস্যা উল্লেখ্য করে বলেন, কোনাখালী ইউনিয়ন বন্যাকবলিত একটি এলাকা। এখানে প্রতিবছর বন্যায় রাস্তা-ঘাট, ঘরবাড়ি ও ফসল নষ্ট হয়। কোনাখালী ইউনিয়নের হয়ে এসব সমস্যা সমাধানের জন্য কাজ করবো। আইয়ামে জাহিলিয়াতে নারীদের জীবন্ত কবর দিত, নারীদের কোনো অধিকার ছিল না। মদিনায় ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে নারীরা সবচেয়ে বেশি অধিকার পেয়েছে বলে মন্তব্য করে তিনি আরো বলেন, নারী সংস্কার কমিশনকে আগে সংস্কার করতে হবে, বামপন্থী নারী কমিশন দিয়ে কখনো নারীদের বাস্তব অধিকার প্রতিষ্ঠা হবে না । তাই সেখানে ইসলামের জ্ঞান রাখেন; এমন নারীকে অন্তর্ভুক্ত করতে হবে।

রোববার (২০ এপ্রিল) রাত ১০টায় চকরিয়া উপজেলার কোনাখালী হাশেমিয়া আনোয়ার কাদের সুন্নিয়া মাদরাসার ১ম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ।

মাদরাসা সুপার মাওলানা এম এন মাহবুব আলমের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম চৌধুরী ও কোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ নুরুল কবির।

মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন লোহাগাড়া সুফিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জামাল উদ্দিন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: