চকরিয়া টাইমস :
“দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপোস করো ভাই- লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি চকরিয়ার ব্যানারে অনুষ্ঠিত র্যালিটি চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
এতে অংশগ্রহণ করেন চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম, চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
0 comments: