পূর্ব বড়ভেওলা এহছানুল উলুম দাখিল মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগীতা

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়ার মাতামুহুরি সাংগঠনিক উপজেলাস্থ পূর্ব বড়ভেওলা ইউনিয়নে ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব বড়ভেওলা এহছানুল উলুম দাখিল মাদরাসার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার ও সচিব মাওলানা মুহাম্মদ দিদারুল ইসলাম।

এসময় অতিথি ছিলেন জাতীয় পত্রিকা দৈনিক বাংলাদেশের আলো চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, মাদরাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ আবু মূসা আশয়ারি রায়হান, সহকারী শিক্ষক মুহাম্মদ আজিজুল ইসলাম, মুহাম্মদ রবিউল হাসান, মাওলানা মুহাম্মদ কাইছারুর ইসলাম, মুহাম্মদ এহতেচামুল হক রাফে, সহকারি শিক্ষিকা মোছাম্মৎ সাইমা জান্নাত, মোছাম্মৎ রিনা আক্তার, মোছাম্মৎ মুসলিমা জান্নাত, মোছাম্মৎ রুনি আক্তার, সহকারী শিক্ষক মুহাম্মদ হানিফুর রহমান, মুহাম্মদ রশিদুল মোস্তফা মিশকাত, মুহাম্মদ আদিলুর রহমান, মৌলনা মুহাম্মদ আজিজুর রহমান, মৌলনা মুহাম্মদ রাশেল উদ্দিন, মৌলনা মুহাম্মদ আবছার উদ্দিন ও মৌলনা মুহাম্মদ মিরাছুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে আগামী বুধবার ১২ফেব্রুয়ারি-২০২৫ পূর্ব বড়ভেওলা এহছানুল উলুম দাখিল মাদরাসার উদ্যোগে ঐতিহাসিক ১৯তম বার্ষিক সভা ও প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব শাহ মাওলানা মুহাম্মদ রুহুল কুদ্দুস আনোয়ারী আল-আযহারি ও শিক্ষক মাওলানা মুহাম্মদ সৈয়দুল আলম।

বার্ষিক সভায় প্রধান বক্তার আলোচনা পেশ করবেন চকরিয়া শমশুমিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শিব্বির আহমদ ওসমানি। বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহ রহমানিয়া ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শহিদুল ইসলাম (সিআইপি)।

সভায় বিশেষ বক্তার আলোচনা পেশ করবেন পালাকাটা দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ নুরুল হোছাইন, মিশকাতুল মিল্লাত দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ আশরাফুল মোস্তফা বিন নূরী, মাওলানা বশির আহমদ আল কাদেরী (বেতুয়ারকুল), মাওলানা মুহাম্মদ দিদারুল ইসলাম (বহদ্দারকাটা), মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান রাইয়ান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: