চকরিয়া টাইমস:
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে চকরিয়া সিটি কলেজে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রভাষক আরিফুল ইসলামের সঞ্চালনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাহউদ্দিন খালেদ।
দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক প্রভাষক আবদুল মালেলের সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক জহির আহমদ, প্রভাষক মনজুর আলম, সাবেক আইসিটি শিক্ষক সাংবাদিক মিজবাউল হক, প্রভাষক সাবিনা ইয়াসমিন, প্রভাষক হারুন সরোয়ার বাদল, প্রভাষক সোলতান আহমদ, প্রভাষক নন্দ দুলাল পাল, প্রভাষক আবদুল কাদের, প্রভাষক নরেশ রুদ্র, প্রভাষক হাসনীন জাহান নিম্মি, প্রভাষক শেকাব উদ্দিন, প্রভাষক মো. কামাল উদ্দিন, প্রভাষক শাহাদাত হোসেন রিপন, প্রভাষক প্রণব কুমার দে, প্রভাষক মিলটন দাশ, প্রভাষক অভিদাশ গুপ্ত, প্রভাষক মো. আবতাত উল হক, প্রভাষক তছলিমা জান্নাত মনি, প্রভাষক সমশের মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক আশরাফ উজ জামান, প্রভাষক ইফতেখার উদ্দিন রিয়াদ ও প্রভাষক ওমর ফারুক। এসময় কলেজের বিভিন্ন পর্যায়ের স্টাফসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, বুধবার (২৯ জানুয়ারি) কলেজ মাঠে শুরু হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫।
0 comments: