চকরিয়া সিটি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

চকরিয়া টাইমস : 

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে চকরিয়া সিটি কলেজে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার (২৯ জানুয়ারি) কলেজ মাঠে শুরু হয়েছে। 

সকাল সাড়ে ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠামালার সূচনা হয়। 

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাহউদ্দিন খালেদের সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি দিক-নির্দেশনামূলক বক্তব্য শেষে শান্তির পায়রা কবুতর উড়িয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক ইংরেজি প্রভাষক আবদুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক সুলতান আহমদসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। 

পরে কর্মসূচির প্রথমদিন বুধবার বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: