নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা শাখার উদ্যোগে শিশু-কিশোর সমাবেশ সুবর্ণজয়ন্তী উৎসব ও পুরস্কার বিতরণ-২০২৪ শনিবার (১৬ নভেম্বর) চকরিয়া কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ফুলকুঁড়ি আসর কক্সবাজার জেলা উপদেষ্টা পরিষদ সভাপতি অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কেন্দ্রীয় আসরের কৃষি-শিল্প-বিজ্ঞান সম্পাদক মো. শরীফুল ইসলাম, শাখা শিক্ষা-সাহিত্য উপদেষ্টা অধ্যাপক শামসুল হুদা, শাখা সাংস্কৃতিক উপদেষ্টা প্রধান শিক্ষক নুরুল আবছার, তরুণ শিক্ষাবিদ মো. মাহফুজুল করিম, শাখা কিশোর থিয়েটার উপদেষ্টা সাংবাদিক এ.কে.এম বেলাল উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, প্রাক্তন পরিচালক কবি সাদ্দাম হোসেন, প্রাক্তন পরিচালক আমির হোসেন, চকরিয়া অ্যাম্বুলেন্স সমিতির সভাপতি নুরুল আলম বাবু ও প্রাক্তন সংগঠক আরশাদ আব্বাস। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শাখা পরিচালক আবু নাঈমের পরিচালনায় ও অফিস সম্পাদক মোস্তফা আবরারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় ১৬৩জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে শিশু-কিশোর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান।
0 comments: