নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার বিএমচরের বেতুয়াবাজারস্থ হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল (ডিগ্রি) মাদরাসার ২০২৪ সালের আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল, উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সংবর্ধনা এবং ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১জুন) মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কবির হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মনজুরুল কাদের টুক্কু। এসময় মাদরাসার বিভিন্ন পর্যায়ে শিক্ষক-শিক্ষিকা এবং আলিম পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অতিথির আলোচনা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪-এ উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কবির হোছাইন এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এ.এস.এম মঈন উদ্দিনের হাতে সংবর্ধনার স্বীকৃতি স্বরূপ মাদরাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
পরে ২০২৪সালের আলিম পরীক্ষার্থীদের সফলতা ও শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: