শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিমিটেড (নিবন্ধন-৫৮৯১ চট্ট) ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে স্থানীয় বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮জুন) এ নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৯জন প্রার্থী। আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন চকরিয়া উপজেলা সমবায় অফিসার মো. জাহাঙ্গীর আলম। এতে চেয়ার প্রতীক নিয়ে ৩৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আকতার হোছাইন।
চাকা প্রতীক নিয়ে ৩০০ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল আলম। আনারস প্রতীক নিয়ে ৩১১ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুল আলম।
এছাড়া সদস্য পদে যথাক্রমে; আবদুল গণি (আম প্রতীকে ২৮৫ ভোট), বশির আহমদ (কবুতর প্রতীকে ২৪৭ ভোট), আবুল হোছাইন (বাঘ প্রতীকে ২৪১ ভোট), কফিল উদ্দিন (টিউবওয়েল প্রতীকে ১৯৮ ভোট), ছৈয়দ আহমদ (চশমা প্রতীকে ১৯৭ ভোট), মোহাম্মদ ইউছুফ (মোরগ প্রতীকে ১৯১ ভোট), খলিলুর রহমান (গাভী প্রতীকে ১৮৬ ভোট), আবদুল জলিল (ডাব প্রতীকে ১৮১ ভোট), মোজাম্মেল হক (ফুটবল প্রতীকে ১৭০ ভোট) নির্বাচিত হন।
সার্বিক নির্বাচন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলা সহকারী সমবায় অফিসার মো. আবু তাহের ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এহেছানুল কবির।
0 comments: