নিজস্ব প্রতিবেদক :
ইসলামিক ফাউন্ডেশন চকরিয়ার আয়োজনে নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪।
রোববার (১৭মার্চ) উপজেলা সুপারভাইজার মাওলানা মো. আমির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কোমলমতি শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবনের আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি এবং শেখ মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
0 comments: