মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রাঃ) এর নবনির্মিত জামে মসজিদ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়ার কৈয়ারবিল ৭নং ওয়ার্ড ইসলামনগরে দাতা ও এলাকাবাসীর সহযোগিতায় সদ্য প্রতিষ্ঠিত মাদরাসা হযরত ওসমান বিন আফফান (রাঃ) এর নবনির্মিত জামে মসজিদ বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭মার্চ) মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুর রউফ মনছুরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা শেখ সাইফুল্লাহ মাদানীসহ মসজিদ নির্মাণে অর্থ সহযোগিতাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বেশ’কজন সৌদি শেখ।


এসময় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইলিয়াছ সাঈদী, বিশিষ্ট সমাজসেবক মো. রিয়ানুল হক, মাস্টার মো. জাকারিয়া, মাদরাসা প্রধান মাওলানা শাহাদাত হোসাইন, মহসিন উদ্দিন মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালক করেন মাদরাসার শিক্ষক মাওলানা তৌহিদুল ইসলাম। 

এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিশেষ অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করলেও ওইদিন ৭ই মার্চের সরকারি কর্মসূচি থাকায় উপস্থিত হতে না পারায় উল্লেখিত অতিথিবৃন্দ মুঠোফোনে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। 

পাশাপাশি অতিথিবৃন্দ মাদরাসার সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে সবধরনের সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেছেন বলে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুর রউফ মনছুর বিষয়টি নিশ্চিত করেন।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: