নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ফাঁসিয়াখালী হাজিয়ান ক্রীড়া সংস্থার আয়োজনে মাস্টার শহিদুল ইসলাম সোহেল প্রদত্ত আট আনা ওজনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় মাঠে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ফেব্রুয়ারি) অনুষ্ঠিত খেলায় হাজিয়ান শেখ জামাল একাদশকে ২-০ গোলে হারিয়ে হাজিয়ান বসুন্ধরা কিংস চ্যম্পিয়ন হয়।
খেলা শেষে মাস্টার শহিদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন এমইউপি হাজী নুর মুহাম্মদ, মাতামুহুরী বাঁশ সরবরাহকারী সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি ব্যবসায়ী নুরুল আলম নুরু, বর্তমান সহ-সভাপতি নুরুল আজিম ও ওমান প্রবাসী ফৌজুল আজিম।
এসময় ডাঃ নুরুল আমিন খাঁন, আবু ফয়েজ মোঃ রিপন, দুবাই প্রবাসী রায়হান উদ্দিন ছোট্ট, দুবাই প্রবাসী আলমগীর, খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন শওকত ওসমান, আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান, আব্দুল হামিদ, এরফান উদ্দীন সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
0 comments: