মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাসুল (সা.) এর আদর্শ অনুসরণ করতে হবে : মাওলানা এ.টি.এম মাসুম

নিজস্ব প্রতিবেদক : 

জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার উদ্যোগে সীরাতে রাসুল (সা.)  উপলক্ষে রচনা ও সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ ও সীরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজার জেলা আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও জামায়াত নেতা আল আমীন মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম মাসুম। 

তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাসুল (সা.) এর আদর্শ অনুসরণ করতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)এর আদর্শ থেকে সরে আসার কারণেই আজ বিশ্বে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে মুসলমানরা। ইসলাম, মুসলিম ও রাসূলুল্লাহর ব্যাপারে অস্বচ্ছ ধারণার কারণেই অমুসলিমরা মুসলমানদের শত্রু মনে করে। আমরাও তাদের নিকট সত্য বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছি। এ থেকে উত্তরণে আমাদেরকে কুরআন-হাদিস ও রাসূলের সীরাত অনুসরণ, অনুকরণ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুশীলন করতে হবে। মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। জ্ঞান অর্জন ও গবেষণা করতে হবে। উগ্রবাদীতা নয়, বরং প্রকৃত ইসলামী অনুশাসন মেনে চলার মধ্যেই রয়েছে মুক্তি।   

তিনি আরো বলেন, রাসুল (সা.) ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার মধ্যে অসাধারণ গুণাবলি পরিপূর্ণভাবে বিদ্যমান ছিলো। তাই মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাসুল (সা.) এর আদর্শ অনুসরণ করতে হবে এবং তিনিই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানুষ।

এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, রাসুল (সা.) এর জীবনী পাঠ্য বই থেকে বাদ দেয়া হয়েছে। আগামী প্রজন্মকে ইসলাম ও রাসূল স. এর পথ থেকে দুরে রাখতে ও নাস্তিক্যবাদের দিকে ধাবিত করতে গভীর  ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছে। পাঠ্য পুস্তকে পৌত্তলিকতা ও ব্যঙের নাচ শিখানো হচ্ছে। ক্যারিয়ার গঠনে রাসূল স. সীরাত অনুসরণের কোন বিকল্প নেই। রাসুলের  সীরাত চর্চা ও গবেষণার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে ইসলামের আলোকে সাজাতে পারলেই পুতিগন্ধময় এই সমাজ আলোকিত হয়ে উঠবে। দূর হবে অশান্তি ও ভেদাভেদ। নিশ্চিত হবে সাম্য মানবিক মর্যাদা ও সুবিচার। পৃথিবীতে আবারও ফিরে আসবে ইসলামের সোনালী অধ্যায়।

সীরাত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ। আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা শফিউল হক জিহাদী ও মাওলানা আবু সায়েম। এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাহিদুল ইসলাম, যুব ও ক্রীড়া সেক্রেটারি হেদায়েত উল্লাহ, কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসাইন, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনছারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, উখিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লোখ্য, সীরাতুন্নবী (সা.) উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা ব্যাপী ছাত্র-ছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতা এবং জামায়াত সদস্য ও কর্মীদের জন্য সীরাত গ্রন্থ পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সীরাত সম্মেলনে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানসহ অন্যান্য অতিথিবৃন্দ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: