নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার মৌলভীরকুমবাজার ইসলামী যুব কাফেলার উদ্যোগে ১১তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল মৌলভীরকুমবাজার সীরাত ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬জানুয়ারি) অনুষ্ঠিত মাহফিলে অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক ও মাওলানা আমির উদ্দিন।
এতে আলোচনা পেশ করেন ইসলামী চিন্তাবিদ মাওলানা আবদুল্লাহ আল নোমানী (ঢাকা), মাওলানা মনিরুল ইসলাম ফারুকী (সাতক্ষীরা), মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদী (চট্টগ্রাম), মাওলানা জসীম উদ্দিন হেলালী (চকরিয়া), মাওলানা মো. নুরুল আবছার সিদ্দিকী (চকরিয়া), মাওলানা আশরাফুল মোস্তফা নূরী (চকরিয়া), মাওলানা এহছানুল হক নঈমী (চকরিয়া), মাওলানা মুছা ইবনে হোছাইন বিপ্লব (চকরিয়া), মাওলানা সোলেমান বাদশা (চকরিয়া) ও মাওলানা শেফায়েত হোসেন (শিক্ষার্থী-চুনতী)।
মাহফিল পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা আবু বকর, আহবায়ক সাদ্দাম হোসেন, সদস্য সচিব আবু ছৈয়দ রানা ও কোষাধ্যক্ষ শাহ আলমের সার্বিক তত্ত্বাবধানে সকল সদস্যদের সহযোগিতায় দিনব্যাপি মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী, বিশিষ্ট শিক্ষানুরাগি ও সমাজসেবক হাফেজ মাওলানা এহসানুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন প্রবাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও মদিনা শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
0 comments: