নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে খুটাখালী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া গ্রামার স্কুল।
বৃহস্পতিবার (১৮জানুয়ারি) বিকাল ৫টায় চকরিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াাবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে একাডেমিক সুপারভাইজার রতন কুমার বিশ্বাসসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
এদিকে শীতকালীন ক্রিকেটে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় চকরিয়া গ্রামার স্কুল ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। তিনি জেলা পর্যায়েও তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
0 comments: