নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া-পেকুয়া আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম মনোনয়ন ফরম দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের হাতে স্থানীয় শীর্ষ আলেম-ওলামা এবং নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়নপত্রটি জমা দেন।
এসময় চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল কুদুস আনোয়ারী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন ফারুক, চিরিঙ্গা সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ বশির আহমদ, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, আওয়ামী লীগ নেতা বদিউল আলম চেয়ারম্যান, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামায আদায় করেন সংসদ সদস্য প্রার্থী বর্তমান এমপি জাফর আলম। নামায শেষে বিশেষ দোয়া মুনাজাতে শরীক হন তিনি। এরপরই উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্রটি দাখিল করেন।
0 comments: