নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াতের ডাকা ৭২ঘণ্টা অবরোধের তৃতীয়দিন চকরিয়ার খুটাখালী ও ডুলাহাজারায় অবরোধ প্রত্যাখ্যান করে শান্তি মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২নভেম্বর) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপির নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে এ প্রতিবাদ জানানো হয়। শান্তি সমাবেশ থেকে পরিবহন সেক্টরের সংশ্লিষ্টসহ জনসাধারণকে নির্ভয়ে পথ চলার আহবান জানান জাফর আলম এমপি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আলমগীর, খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. বাহাদুর, বেলাল আজাদ, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কলিম উল্লাহ কলিম, ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, মো. সোলেমান মেম্বারসহ অংঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 comments: