চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : 

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান। সভায় বিশ্ব শিক্ষক দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শিক্ষকগণ বক্তব্য রাখেন। 

পরে বিশেষ দোয়া মুনাজাতে প্রয়াত শিক্ষকদের রুহের মাগফিরাত এবং জীবিত শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। 

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি আলিম বোর্ড পরীক্ষার কেন্দ্র হওয়ায় ওইদিন পরীক্ষা শেষে বিশ্ব শিক্ষক দিবসের এ কর্মসূচি পালিত হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: