নিজস্ব প্রতিবেদক :
“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদিক্ষণ করে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
0 comments: