নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রোকন উদ্দিন খোকা (৪০) নামে এক ইউপি সদস্য মারা গেছেন। এসময় আহত হয়েছেন অপর আরোহী নিহতের বন্ধু তসলিম উদ্দিন। তাকে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে উপজেলার মালুমঘাট স্টেশন এলাকায় মোটরসাইকেল যোগে কক্সবাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকন উদ্দিন চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও সাবেক মেম্বার মৃত আলম বাহাদুরের ছেলে।
এব্যাপারে মালুমঘাট হাইওয়ে থানার ওসি (পুলিশ পরিদর্শক) মো. ইকবাল বাহার জানিয়েছেন, মালবাহী একটি ট্রাক দুই আরোহীসহ মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন ইউপি সদস্য মারা যান। দুর্ঘটনা কবলিত ট্রাক ও দুমড়ে মুছড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত ইউপি সদস্যের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
0 comments: