নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর চকরিয়া উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে।
খেলায় বঙ্গমাতা ফুটবলে উত্তর ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ১-০ গোলে ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
একইদিন সকালে বঙ্গবন্ধু ফুটবলে কাহারিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিএমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
এতে অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপু ও কোনখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার।
পরে অতিথিবৃন্দ খেলায় ও বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
0 comments: