নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া উপজেলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন প্রত্যাশির আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে চকরিয়ার শাহারবিল মাইজঘোনাস্থ আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা।
কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও চিত্রাংকন তিনটি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে আছ-ছফা আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
এতে চিত্রাংকন প্রতিযোগিতায় যৌথ প্রথম স্থান অধিকার করে অষ্টম ছাত্রী শ্রেণীর লিজা রাণী ও সপ্তম শ্রেণীর ছাত্র আশরাফুল হুদা ফারদিন এবং দেশাত্মবোধক গানে তৃতীয় স্থান অধিকার করে সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ শাহজাদা হোবাইব।
প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্রসহ বিভিন্ন আকর্ষনীয় পুরস্কার তুলে দেন। দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধান করেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এইচ.এম নুরুল হান্নান।
এদিকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে সফলতা অর্জন করায় আছ ছফা আদর্শ শিক্ষা নিকেতনের তিন শিক্ষার্থীকে আন্তরিক
অভিনন্দন
ও শুভেচ্ছা জানিয়েছেন পরিচালনা পর্ষদের কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন, মাওলানা মোজাম্মেল হক, মোঃ আবদুল খালেক ও মোঃ মিজবাউল হক।
অভিনন্দন
বার্তায় তারা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।
0 comments: