নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানার ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা ও হতদরিদ্র পরিবারদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম বৃহস্পতিবার (৬এপ্রিল) উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক (উপ-সচিব) কাজী নাজিমুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক শাহী নেওয়াজ, কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসান মাসুদ, জেলা কর্মকর্তা শফি উদ্দিন ও চকরিয়া পূর্বভেওলা সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফেজখানার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।
এসময় দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধানগণ ও ঋণ গ্রাহক হতদরিদ্র পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এতিমখানার মেধাবী ছাত্রদের মাঝে পুরস্কার এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের তালিকাভুক্ত বিভিন্ন ইউনিয়নের ৯১টি হতদরিদ্র পরিবারের মাঝে ৩৬লাখ ১০হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
0 comments: