নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির ইফতার মাহফিল শুক্রবার (৭ এপ্রিল) কলাতলীস্থ অভিজাত হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার কক্সবাজার জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ইলির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার কাউন্সিলর নারী রাজনীতিবিদ নাছিমা আক্তার বকুল।
এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল, বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, কক্সবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, কক্সবাজার নিউজ (সিবিএন)-এর বার্তা সম্পাদক ইমাম খাইর, ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন ও দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার সহ-সম্পাদক নুরুল আমিন হেলালি।
এসময় সংস্থার জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল আরমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. আজাদ, ইউনুছ অভি, দিদারুল আলম জিসান, সহ-সাধারণ সম্পাদক এন.এস কায়সার হক জুয়েল, অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কায়েদ আলম কায়সার, সহ-সম্পাদক মো. রফিক উদ্দিন লিটন, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক হোসেন ঈমন, সহ- সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ফাহিম, সহ-প্রচার সম্পাদক শহিদুর রহমান রাফি, শামশুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের কলম হতে হবে সত্যনিষ্ঠা ও নিরপেক্ষ হতে হবে। কোনও নিউজে পক্ষে বা বিপক্ষে অবস্থান করা যাবে না। যা সত্য তাই প্রকাশ করার নাম হলো সাংবাদিকতা। লেখনীতেই একজন সাংবাদিকের প্রকৃত পরিচয় ফুটে ওঠে।
বক্তারা আরও বলেন, দেশের মানুষ ও সমাজের মঙ্গলের জন্য সাংবাদিকতা করতে হবে। এটা সম্মানের জায়গা। সম্মান অক্ষুন্ন রেখে এ পেশায় কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের ঐক্যের কোনও বিকল্প নেই। সাংবাদিক সংস্থা সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাবে।
0 comments: