নিজস্ব প্রতিবেদক :
জাতীয় শ্রমিক লীগ চকরিয়া পৌরসভা কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ৯নং ওয়ার্ডের কৃতি সন্তান শ্রমবান্ধব সংগঠক বিশিষ্ট শ্রমিক নেতা মো. আমির হোসাইন।
রোববার (৩০ এপ্রিল) সংগঠনের কক্সবাজার জেলা শাখার আহবায়ক শাহেদুল আলম রানা ও সদস্য সচিব মুহাম্মদ ফয়সাল চৌধুরী স্বাক্ষরিত একটি সাংগঠনিক প্যাডে চকরিয়া পৌরসভা শাখার ১১সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। এতে তিনি সাংগঠনিক সম্পাদক মনোনীত হন।
শ্রমিক নেতা আমির হোসাইন চকরিয়া উপজেলা রাজমিস্ত্রি ও শ্রমিক একতা সমবায় সমিতি লিমেটেডের সভাপতি হিসেবেও দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় এক শুভেচ্ছা বার্তায় মো. আমির হোসাইন কক্সবাজার জেলা শ্রমিক লীগের আহবায়ক শাহেদুল আলম রানা ও সদস্য সচিব মুহাম্মদ ফয়সাল চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
0 comments: