নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে পহেলা বৈশাখ তথা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ একাধিক কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। শুক্রবার (১৪এপ্রিল) সকাল ৯টায় এক শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণে থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ।
এতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ছলিম উল্লাহ, মাস্টার আতিকুর রহমান, মাস্টার তাজুল ইসলাম, মাস্টার নরেশ রুদ্র টিটু, মাস্টার হোসাইন মুহাম্মদ কাউসারসহ সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এদিকে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলা নববর্ষের মাধ্যমে সকলের জন্য অনাবিল সুখ-শান্তি আর সমৃদ্ধি কামনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফ।
0 comments: