নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার নারী শিক্ষার্থীদের প্রসিদ্ধ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হযরত ফাতিমা রাঃ বালিকা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রোববার (২৬ মার্চ) সকাল দশটায় মাদরাসা মিলনায়তনে এ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ক্বেরাত, হামদ-নাত, ইসলামী সংগীত ও দেশের গানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ কবির হোসাইনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক এস.এম মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা জাফর আলম, ইংরেজি প্রভাষক মোঃ আশরাফুল এহসান, সহকারী শিক্ষক নুরুল কাদের প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন।
0 comments: