নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
বুধবার (২২মার্চ) প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জামাল উদ্দিন জয়নাল, আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
এসময় সহকারী প্রধান শিক্ষক এ.বি.এম দিদারুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
0 comments: