নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের চার দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর সবধরনের ইভেন্টের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২ মার্চ) প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।
বুধবার (১মার্চ) সকাল দশটায় চারদিনের কর্মসূচির তৃতীয়দিন সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির মো. ফোরকানুল ইসলাম, জামাল উদ্দিন জয়নাল, এ.কে.এম শাহাব উদ্দিন, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ.বি.এম দিদারুল ইসলাম, মাস্টার ছলিম উল্লাহসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
0 comments: