নিজস্ব প্রতিবেদক :
ইসলামী ছাত্রশিবিরের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চকরিয়ায় কক্সবাজার জেলা শাখার ব্যানারে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত র্যালিটি পৌরশহরের চিরিঙ্গা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিশাল র্যালির অগ্রভাগে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মো. কফিল উদ্দিন ও সেক্রেটারি মো. আবদুল মজিদ।
এসময় জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, ছাত্রনেতা হেলাল উদ্দিন, আবু তালহাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 comments: