নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার সাহারবিল রামপুরস্থ দারুল হিকমাহ একাডেমিতে ২০২৩সালের তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদরাসা মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক কোরালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডাঃ এম. নুরুল কামাল।
মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ রিদুয়ানুল মোস্তফার সভাপতিত্বে ও সদস্য মো. নুরুল আনোয়ারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটি দারুল হিকমাহ এসোসিয়েটসের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সামাদ, সদস্য ডাঃ মোহাম্মদ কাইছার, মো. জসীম উদ্দিন, মো. শওকত ওসমান, সিরাজুল ইসলাম ও সাইফুল ইসলাম।
এতে বিচারকের দায়িত্ব পালন করেন আবদুল মান্নান হাবিবি ও মো. ওমর ফারুকসহ দারুল হিকমাহ এসোসিয়েটসের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
এদিকে বুধবার (১৫ ফেব্রুয়ারি) পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি হাউজে বিভক্ত প্রতিযোগিদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
0 comments: