নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় প্রকৃত ২০জন ভিক্ষুকের মাঝে আয়বর্ধনমূলক ছাগল, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা সমাজসেবা অফিসার মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে ভিক্ষুকদের হাতে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ তুলে দেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
এসময় চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আলমগীর, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. তৈয়ব আলী, উপজেলা চেয়ারম্যানের দীর্ঘদিনের বন্ধু কবি এস.এম ইসকান্দর মির্জাসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের অফিসার-স্টাফগণ উপস্থিত ছিলেন।
0 comments: