নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১জানুয়ারি) বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে সনদ ও ক্রেস্ট তুলে দেন।
0 comments: