নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার কৃতী সন্তান বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী মুবিনুল ইসলাম নওশাদ দক্ষিণ চট্টগ্রাম সাংস্কৃতিক ফোরামের সভাপতি মনোনীত হয়েছেন। কমিটিতে শিল্পী ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক ও শিল্পী জাহাঙ্গীর আলম পারভেজকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এছাড়া বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট লোকশিল্পী ও সংগীত পরিচালক শিল্পী সিরাজুল ইসলাম আজাদকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
রোববার (১৫ জানুয়ারি) চকরিয়া পৌরসভার মৌলভীরকুমবাজারস্থ কে.রহমান কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিশিষ্ট কবি শিল্পী গীতিকার ও সুরকার ফোরামের আহ্বায়ক মাস্টার মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এক মিলন মেলা, কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ চট্টগ্রাম সাংস্কৃতিক ফোরামের স্বপ্নদ্রষ্টা চট্টগ্রামের বিশিষ্ট লোকশিল্পী বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী সিরাজুল ইসলাম আজাদ। উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিল্পপতি শিল্পী রিয়াজ ওয়ায়েজ।
শিল্পীদের মিলন মেলায় বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের মানবতাবাদী সদস্য শের আলী পিপিএম, শিল্পী নুরুল আলম কুতুবী, সাংবাদিক ও গীতিকার ফরিদুল আলম দেওয়ান, সাংবাদিক জহিরুল ইসলাম, শিল্পী নবাব আলী, গীতিকার মোক্তার মুরাদ, অভিনেত্রী তারা বানু, শিল্পী মুবিনুল ইসলাম নওশাদ, ইসলামী সংগীত শিল্পী মাওলানা ইলিয়াস মাহমুদ, শিল্পী আবুল কাশেম, শিল্পী নুরুল ইসলাম, শিল্পী সমীর শীল, শিল্পী জাফর আলম, শিল্পী ইস্কান্দর মির্জা প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা নিজেদের প্রাণবন্ত পরিবেশনা মিলন মেলাকে মাতিয়ে রাখে।
উল্লেখ্য, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার শিল্পী, গীতিকার, সুরকার, যন্ত্রী, কলাকৌশলী, কবি ও সাহিত্যিকদের একই প্লাটফর্মে নিয়ে এসে সবধরনের সাংস্কৃতিক কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানোন্নয়ন ও গ্রামীন লোকজ ঐতিহ্যকে ধারণ করে শিল্পীদের অধিকার আদায় ও নিরাপত্তা নিশ্চিতকরণের উদ্যোগ নিয়ে গঠন করা হয়েছে দক্ষিণ চট্টগ্রাম সাংস্কৃতিক ফোরাম।
0 comments: