নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের ইসলামীর আমীর সাবেক ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ ফরিদুল আলমের পিতা বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা সৈয়দ আহমদ (৮৩) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৪মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বাদ মাগরিব বদরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ২নং ব্লকের কুতুবদিয়াপাড়ার কুতুবনগর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের বড় ছেলে বদরখালী বায়তুশ শরফ শাহ জব্বারিয়া মাদরাসার প্রধান শিক্ষক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম।
অনুষ্ঠিত জানাযায় অংশগ্রহণ করেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিব উল্লাহ, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ হেদায়াত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোজাম্মেল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ।
এদিকে বদরখালী বায়তুশ শরফ শাহ জব্বারিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাতামুহুরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক মো. রিদুয়ানুল ইসলামের পিতা বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সৈয়দ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, পৌর আমীর মো. আরিফুল কবির, সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের সেক্রেটারি হোসনে মোবারক। শোকদাতাগণ বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
0 comments: