নিজস্ব প্রতিবেদক :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০দফা দাবি বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে চকরিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় চকরিয়া উপজেলায় এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠিত মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক, সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দিন ফরায়জী ও যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সাবু।
মিছিলটি পৌরশহরের চিরিঙ্গা মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে চকরিয়া উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 comments: