শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস):
চকরিয়া উপজেলার সর্ববৃহৎ ফুটবল আসর জাফর আলম এমপির সৌজন্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পদা উঠেছে মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল চারটায় উদ্বোধনী খেলায় শেখ জামাল ফুটবল ক্লাব চকরিয়ার মুখোমুখি হয় হাটহাজারী ফুটবল একাদশ। খেলার নির্দিষ্ট সময়ে হাটহাজারী ফুটবল একাদশকে ২-০ হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে জয়লাভের মধ্যদিয়ে উড়ন্ত সূচনা করে শেখ জামাল ফুটবল ক্লাব।
এরআগে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপু।
এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু মুসা, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুসহ ক্রীড়া সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে শেখ জামাল ফুটবল ক্লাবের খেলোয়াড় সৈনিকের হাতে ম্যান অফ দা ম্যাচের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
0 comments: