নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডস্থ আবদুল বারীপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ১২তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল মঙ্গলবার (১৩ডিসেম্বর) স্থানীয় ময়দানে সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
চকরিয়ার সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন মাওলানা কবির আহমদ আজমীর সভাপতিত্বে দোয়া মাহফিলে আলোচনা পেশ করেন দেশের বরেণ্য ইসলামী আলোচক মাওলানা ক্বারী আবদুল্লাহ আল-আমিন (ঢাকা), মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার (সিলেট), মাওলানা হাফেজ বশির আহমদ (চকরিয়া), মাওলানা হেলাল উদ্দিন ফারুকী (চট্টগ্রাম), মাওলানা ইব্রাহিম খলিল (চকরিয়া), মাওলানা আবু বকর ছিদ্দিক (চকরিয়া), মাওলানা মুহাম্মদ ওসমান গণি রাব্বানী (চকরিয়া), মাওলানা শেফায়েত হোসাইন (চকরিয়া) ও মাওলানা আবদুল্লাহ আল মাহফুজ (চকরিয়া)।
মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মো. হেফাজ উদ্দিন লিটন ও ইমরুল ইসলাম বায়েজীদের সার্বিক তত্ত্বাবধানে সকল সদস্যদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠিত বিশাল মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন সুর সম্রাট শিল্পী মশিউর রহমান। এ মাহফিলে হাজারো তৌহিদী জনতার পাশাপাশি ধর্মপ্রাণ মহিলারাও আলাদা প্যান্ডেলে প্রজেক্টরের মাধ্যমে আলোচনা শ্রবণ করেন।
0 comments: