নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার অন্যতম প্রাকৃতিক বিনোদন কেন্দ্র ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের পুরুষ হাতি ‘সৈকত বাহাদুর’ অজ্ঞাত রোগে মারা গেছে। সোমবার (২৮ নভেম্বর) বিকাল চারটার দিকে পার্কের অভ্যান্তরে হাতির গোদা নামক এলাকায় হাতিটি মারা যায়।
এ ঘটনায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-১৪০১) করেন। তিনি হাতির মাহুত ফারুক হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩২বছর বয়সী পুরুষ হাতি সৈকত বাহাদুর সোমবার বিকালে হাতি রক্ষিত এলাকায় স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণকালে আকষ্মিতভাবে হাতিটি মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে সংশ্লিষ্ট ভেটেরিনারী চিকিৎসক সরেজমিন শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করে বলে তিনি জিডিতে উল্লেখ করেন।
তিনি আরো জানান, মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য ময়না তদন্ত করা হবে। এ জন্য ল্যাব রিপোর্ট পেতে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।
0 comments: