শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
আগামীকাল শুক্রবার (২৫ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ) কর্তৃক আয়োজিত দীর্ঘ প্রতিক্ষীত বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ’২০২২-২৩। দীর্ঘ ৭ বছর পর মাঠে গড়াবে এ ফুটবল লীগ। বুধবার (২৩ নভেম্বর) লীগের উদ্বোধন উপলক্ষে জেলা্ ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। সম্মেলনে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন, বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ কমিটির আহবায়ক কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হানিফ, সদস্য বিপ্লব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. তসলিম।
সূত্রে জানা গেছে, ফুটবল লীগকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুনভাবে সাজানো হয়েছে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামকে। সংস্কার করা হয়েছে স্টেডিয়াম। এবার লীগের আয়োজক কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন। দুই মাস ব্যাপী বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।
এবার লীগে অংশ নিচ্ছে ১৮টি দল। দলগুলো হলো- শেখ জামাল ক্লাব চকরিয়া, ফুটবল একাডেমি রামু, চকরিয়া ফুটবল একাডেমি, ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা, উখিয়া উপজেলা খেলোয়াড় সমিতি, অল স্টার ফুটবল ক্লাব, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, মালুমঘাট ক্রীড়া সংস্থা, যুব একাদশ রামু, টেকনাফ খেলোয়াড় সমিতি, মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চকরিয়া, পাহাড়তলী ক্রীড়া পরিষদ, বাঁশকাটা খেলোয়াড় কল্যাণ সংস্থা, বৃহত্তর বিজিবি ফুটবল একাদশ, টাউন ক্লাব, কক্স ক্রীড়া সংঘ ও খুরুশকুল ক্রীড়া সংস্থা। দলগুলো ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ম্যাচের খেলায় মুখোমুখি হবে।
0 comments: