নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার মজিদিয়া দারুচ্ছুন্নাহ্ পৌর দাখিল মাদরাসার আয়োজনে বঙ্গবন্ধুর ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম শুভ জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮অক্টোবর) সুপার ও সদস্য সচিব মাওলানা মোঃ নূরুল আবছার ছিদ্দিকীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে দোয়া মাহফিল শুরু হয়।
মাস্টার মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা মোঃ কুতুব উদ্দিন, শিক্ষিকা ফিরোজা আক্তার, মাওলানা মোঃ রুহুল আমিন প্রমূখ।
এসময় মাওলানা মোঃ রুহুল কাদের, শিক্ষিকা জুলফি, শিক্ষিকা খাইরুন্নেছা, ক্বারী আবু তালেব, মাস্টার মোঃ জালাল উদ্দিন, অফিস সহকারী শাহাব উদ্দিন ও মোঃ শোয়াইব প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শহীদ শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনা এবং বঙ্গবন্ধু পরিবারের জীবিত সদস্যদের দীর্ঘায়ু, দেশের উন্নতি ও জাতির শান্তি কামনা করে আল্লাহর দরবারে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসা শিক্ষক মাওলানা মোঃ আব্দুর রহমান হেলালী।
0 comments: