নিজস্ব প্রতিবেদক :
“গতি সীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এ স্লোগানকে সামনে রেখে চকরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালিত হয়েছে। শনিবার (২২অক্টোবর) উপজেলা পরিষদ চত্বর থেকে এ বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজয় বাংলাদেশের প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদ ও সহ-সম্পাদক সুধীর চন্দ্র দাশসহ সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যবৃন্দ।
এসময় সাংবাদিক শাহজালাল শাহেদ, সাংবাদিক ইউসুফ বিন হোসাইন, নিসচা চকরিয়ার সাংগঠনিক সম্পাদক ফারুক রানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন মুহাম্মদ ইশফাত হোসেন।
0 comments: