নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার বাসিন্দা আরব আমিরাত (দুবাইতে) নিহত প্রবাসী জমির উদ্দিনের পরিবারের মাঝে লাখ টাকার অনুদান তুলে দিয়েছে চকরিয়া প্রবাসী ফোরাম।
মানবিক কর্মসূচির অংশ হিসেবে চকরিয়া প্রবাসী ফোরামের ব্যবস্থাপনায় বুধবার (৩ আগস্ট) চকরিয়া উপজেলা পরিষদের মোহানা মিলনায়তনে অনুদানের এ চেক বিতরণ সম্পন্ন হয়।
প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আক্তার আহমদ অনুষ্ঠানে সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে নিহত জমির উদ্দিনের স্ত্রীর হাতে এক লাখ টাকার চেকটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান ও চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা জাহাংগীর আলম।
এসময় চকরিয়া প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস.এম মিনার চৌধুরী, সহ-সভাপতি জসিম উদ্দিন, বৃহত্তর দুবাই দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল গফুর, বৃহত্তর আজমান উত্তর শাখার ধর্ম বিষয়ক সম্পাদক, মাওলানা মো. জয়নাল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে চকরিয়া প্রবাসী ফোরামের পক্ষ থেকে উত্তর সুরাজপুর কৈয়ারবিল পাড়া তালিমূল কোরআন মাদ্রাসার ভবন নির্মাণের জন্য নগদ একলক্ষ অনুদান প্রদান করা হয়।
0 comments: