নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালীর বড়বোন ও চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদের মাতা খালেদা বেগমের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে।
রোববার (২৪জুলাই) সকাল ১০টায় ৮নং ওয়ার্ডস্থ নামার চিরিঙ্গা পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেছেন মরহুমার ছোটভাই বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কুতুব উদ্দিন হেলালী।
বিশাল জানাযাপূর্ব সমাবেশে মায়ের জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমার বড় ছেলে সাংবাদিক আবদুল মজিদ। এতে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আখতার আহমদ, চকরিয়া মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, পেকুয়া রাজাখালি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন ফারুখ, চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, চকরিয়া উপজেলা উত্তর আমীর মাওলানা ছাবের আহমদ, চকরিয়া পৌরসভা জামায়াতে আমীর আরিফুল কবির, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ নুরুল আবছার ছিদ্দিকী, আওয়ামীলীগ নেতা ওয়ালিদ মিলটন, চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক মুজিব, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, পৌরসভা যুবলীগের সভাপতি হাছানগীর হোসাইন, প্রবীণ সাংবাদিক খন্দকার মোহাম্মদ হোসাইন, সাংবাদিক আবদুল মতিন চৌধুরী, সাংবাদিক এ.কে.এম বেলাল উদ্দিন, সাংবাদিক হান্নান শাহসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ, মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য, বর্ষিয়ান আলেমেদ্বীন মরহুম মাওলানা বদরুদ্দোজা হেলালী (রাহ.) এর বড় মেয়ে খালেদা বেগম (৬৩) শনিবার (২৩জুলাই) রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্বামী, ৬ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
0 comments: