নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগ চকরিয়া পৌরসভা শাখার বিশেষ বর্ধিত সভা রোববার (২৪জুলাই) চকরিয়া পৌরসভা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী ও আমিনুর রশিদ দুলাল।
এসময় আওয়ামী লীগ নেতা ছৈয়দ আলম কমিশনার, জামাল উদ্দিন জয়নাল, ওয়ালিদ মিলটন, নাগু সওদাগরসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভা থেকে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন বাস্তবায়নসহ সাংগঠনিক কার্যক্রম গতিশীল করে তোলার জন্য উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান বক্তারা।
0 comments: