শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়া উপজেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২২ এর বিভিন্ন বিষয়ে চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
বুধবার (২৫ মে) প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে একাধিক প্রথম স্থানসহ ১১ টি পুরস্কার লাভ করে প্রতিষ্ঠানটির বিজয়ী শিক্ষার্থীরা।
একাধিক সূত্রে প্রকাশ, চকরিয়া উপজেলা পর্যায়ে ইফার জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কারপ্রাপ্তির দিক দিয়ে চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসা উপজেলার শীর্ষ অবস্থানে রয়েছে। অনেকে জানিয়েছেন, মিশকাতুল মিল্লাত মাদরাসা গুরুত্বপূর্ণ ইভেন্টের ১১টি পুরস্কার পেয়ে চকরিয়া উপজেলার প্রথম স্থান দখল করে নিয়েছে।
এব্যাপারে মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ আবুল কালাম বলেন, চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা প্রতিযোগিতামূলক পড়ালেখার পাশাপাশি সুস্থ বিনোদন চর্চার জন্য বিভিন্ন দিবস কেন্দ্রিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এতেও শিক্ষার্থীরা তাদের লুকায়িত প্রতিভাকে বিকাশের জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। তাদের এ প্রতিভাকে উত্তরোত্তর সমৃদ্ধির জন্য পুরস্কারের মাধ্যমে মূল্যায়ন করা হয় মাদরাসার পক্ষ থেকে।
0 comments: