নিজস্ব প্রতিবেদক :
শনিবার (৭ মে) দুপুর দুইটার দিকে ছেলে মেয়ে দুই সন্তানকে নিয়ে পেকুয়ার মগনামায় বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে গুরুতর আহত হয় শিক্ষিকা নুসরাত। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষিকা নুসরাত জাহান বৃষ্টি চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা সিকান্দরপাড়া মাস্টার আবুল কাসেমের মেয়ে।
এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাত এশারের নামায শেষে পূর্ব বড়ভেওলা চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
0 comments: