নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভা মগবাজারের প্রবীণ ব্যবসায়ী ৭নং ওয়ার্ড পশ্চিম বিনামারা গ্রামের ধর্মপ্রাণ বাসিন্দা ধলা মিয়া সওদাগর বৃহস্পতিবার (১২ মে) সকাল ৮টার দিকে নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
একইদিন বিকাল সাড়ে ৫টায় চকরিয়া পৌরসভার বিনামারা জিননুরাইন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এদিকে ধর্মপ্রাণ প্রবীণ ব্যবসায়ী ধলা মিয়া সওদাগরের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বিনামারার বাসিন্দা কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, দৈনিক চকোরীর সম্পাদক আলহাজ্ব এ.কে.এম গিয়াস উদ্দিন, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রোমন প্রমুখ ব্যক্তিবর্গ।
শোকদাতাগণ মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
0 comments: